May 4, 2024
Diploma in Medical Assistant Training Course (MATS)
ম্যাটস (ডিএমএফ) কি এবং কেন…??
DMF (MATS) চার (০৪) বৎসর মেয়াদী একটি শিক্ষাক্রম। চূড়ান্তভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণলায়ের অধীন বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ সনদ প্রদানকরে থাকে। সরকারি কিংবা বে—সরকারী প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ সব শিক্ষার্থীকেই সমমানের ডি.এম.এফ ডিগ্রী প্রদান করা হয়ে থাকে।
ব্রিটিশ শাসনামল থেকে পাকিস্তানের জন্মের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে Training of Licentiate Medical Faculty (LMF) কোর্স চলছিল। পূর্ব পাকিস্তানের বোর কমিটি তৎকালীন এল.এম.এফ কোর্স বন্ধের মাধ্যমে মেডিকেল স্কুল গুলোকে মেডিকেল কলেজে রুপান্তর কেও গইইঝ কোর্স চালু করা হয়। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তানের গভর্ণর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে এল.এম.এফ চিকিৎসকদের জন্য কনডেনস্ড গইইঝ কোর্স চালু করেন ১৯৬৩ সাল থেকে। পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর এল.এম.এফ. কোর্স বন্ধ করে দেয়ায় গ্রাম বাংলা চিকিৎসকশূন্য হয়ে যায়। ফলে গ্রামের মানুষ ঝাড়—ফুঁক, কবিরাজ, ওঝা নির্ভও হয়ে পড়ে। ১৯৭৩ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন এর সরকার প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় ডিপ্লোমা ইন মেডিকেল এ্যাসিসট্যান্ট নামে একটি নতুন কোর্স তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং ইনস্টিটিউট এর নাম করণ করা হয় মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল। ১৯৭৬ সালে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই কোর্স চালুকরা হয়। ১৯৮০ সালে মেডিকেল এ্যাসিসট্যান্টদের প্রথম ব্যাচ সরকারী চাকুরিতে যোগদান করে। ১৯৮৩ সালে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বি.এম.ডি.সি) মেডিকেল এ্যাসিসট্যান্টদের রেজিষ্ট্রেশন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। দেশের মোট জনসংখ্যার বেশির ভাগ গ্রামীন জনগোষ্ঠী বর্তমানে উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার/ডি.এম.এফ. (ম্যাটস) চিকিৎসকদেও নিকট হইতে চিকিৎসা গ্রহণ করে।